পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিনয় করবেন মোশারফ করিম ও চঞ্চল চৌধুরী

0
16

বিনোদন ডেক্স রিপোর্ট: পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসু এর আগে দুটি সিনেমায় অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ এ দুই ছবিতেই মোশাররফের অভিনয় প্রশংসিত হয়েছিল। সে সময় বসু জানিয়েছিলেন, তার পরবর্তী সিনেমায়ও মোশাররফ থাকবেন। তবে এবার সে পরিকল্পনায় এসেছে পরিবর্তন। আনন্দবাজার অনলাইনের খবরে জানা গেছে, ব্রাত্য বসুর পরবর্তী সিনেমা ‘টান’-এ মুখ্য ভূমিকায় থাকছেন চঞ্চল চৌধুরী। সবকিছু ঠিক থাকলে দুর্গা পূজার পর পরই শুরু হবে ছবির শুটিং।
টান নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোটগল্প অবলম্বনে। ছবির কাহিনী আবর্তিত হবে এক প্রবীণ ব্যক্তির জীবনের জটিল আবেগ ও পারিবারিক টানাপড়েনকে ঘিরে। সেই প্রবীণের জীবনে হঠাৎ করেই ফিরে আসেন তার পুরনো প্রেমিকা। প্রবীণের একটি গুছানো সংসার ও সন্তান রয়েছে। কিন্তু এই ফিরে আসা খুলে দেয় অতীতের দোলাচল, ঘটে যেতে থাকে একের পর এক নাটকীয় মোড়।
সিনেমাটির মূল চরিত্রে প্রবীণের ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা লোকনাথ দেকে। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস। লোকনাথের ছেলের চরিত্রে থাকবেন চঞ্চল চৌধুরী। জানা গেছে, এ সিনেমায় আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের রাজনীতিক কুণাল ঘোষ।
বর্তমানে চলছে সিনেমাটির চিত্রনাট্যের শেষ মুহূর্তের কাজ, পাশাপাশি অভিনেতা নির্বাচন ও তাদের লুক টেস্টও এগিয়ে চলছে। শিগগিরই শিল্পীদের লুক প্রকাশ করে টানের আনুষ্ঠানিক ঘোষণা দেবে নির্মাতা দল।
এদিকে চঞ্চল চৌধুরীর সিনেমাটি হতে যাচ্ছে আরেকটি আন্তর্জাতিক প্রকল্প। এর আগে জুনে জানা গিয়েছিল, তিনি অভিনয় করছেন অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় ‘ত্রিধারা’ সিনেমায়। সেখানে তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবিতে আরো থাকবেন কৌশিক গাঙ্গুলী। সম্পর্কের জটিল বুনন নিয়ে গড়ে উঠেছে ‘ত্রিধারা’র গল্প, যেখানে তিনটি জীবনের ত্রিমাত্রিক গল্প ধরা দেবে পর্দায়। চলতি বছরই সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here