সংঘর্ষ বিরতির মধ্যেই ফের লেবাননে হামলা চালাল ইজরায়েল

0
5

আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট: লেবানন সরকারের তরফে সোমবার ইজরায়েলি হামলায় দু’জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। কিন্তু তাঁদের পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি। সংঘর্ষবিরতির মধ্যেই লেবাননে আবার হামলা চালাল ইজরায়েল। দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র হানায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লার আরও এক শীর্ষনেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। লেবানন সরকারের তরফে সোমবার ইজরায়েলি হামলায় দু’জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। কিন্তু তাঁদের পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়ায় ইজরায়েলি হামলা শুরুর পরেই দক্ষিণ লেবাননে সক্রিয় শিয়া জঙ্গিগোষ্ঠী হিজবুল্লা তেল আভিভের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল। তার পরে এক বছর ধরে দু’তরফের সংঘর্ষ চলে। শেষ পর্যন্ত গত নভেম্বরের তৃতীয় সপ্তাহে আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। বলা হয়েছিল, যুদ্ধবিরতির সময়ে দুই দেশ থেকে সাধারণ মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারবেন।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, লেবানন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ৬০ দিন পর্যন্ত সময় নিতে পারবে ইজরায়েল। তবে কোনও পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাতে পারবে না। কিন্তু তা লঙ্ঘন করে নেতানিয়াহুর বাহিনী ধারাবাহিক হামলা চালাচ্ছে বলে গত সপ্তাহে অভিযোগ করেছিল রাষ্ট্রপুঞ্জ। জানিয়েছিল, সংঘর্ষবিরতি চুক্তির পরেও ইজরায়েলি হামলায় লেবাননে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। লেবানন সরকারের অভিযোগ, দক্ষিণাঞ্চলের তাদের ভূখণ্ডের পাঁচটি সামরিক কৌশলগত অবস্থান এখনও দখলে রেখেছে ইজরায়েলি সেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here