
স্পোর্টর্স ডেক্স রিপোর্ট: তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন থেকে। বাকিদের নিয়ে আজ সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় নির্বাচন। তিন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হবেন মোট ২৩ জন। বাকি দুজন পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচনে। ‘বি’ ক্যাটাগরিতে মোট ভোটার ৭৬ জন। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ই-ভোট দিয়েছেন ৩৪ জন এবং ৯ স্বশরীরে ভোট দিয়ে গেছেন। অর্থাৎ, ভোট দেননি ৩৩ জন। এদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৪২ জনের ভোট। ই-ভোট ৫টি এবং ৩৭ জন স্বশরীরে ভোট দিয়েছেন। ভোট দিতে আসেননি কেবল ১ জন।
রাজশাহী বিভাগে ৯টি ভোট থাকলেও সেখানে পড়েছে ৭টি ভোট। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে ও ১ জন স্বশরীরে ভোট দিয়ে গেছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে পড়েছে ৫টি ভোট, যেখানে তিনটি ই-ব্যালটে এবং দু’জন স্বশরীরে ভোট দিয়েছেন। জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।