নৃশংস দৈত্যের মতো ধেয়ে আসছে বিধ্বংসী ‘লার্জ’!

0
15

ডেক্স রিপোর্ট: উত্তর ক্যারোলিনা থেকে নিউ ইংল্যান্ড এলাকা জুড়ে হারিকেন এরিন নিয়ে আতঙ্কিত সকলে। কেন? কেননা, বলা হচ্ছে, ভয়ংকর ‘সার্ফ’ আর ভয়াল ‘রিপ কারেন্ট’ নিয়ে ধেয়ে আসছে বিধ্বংসী এই হারিকেন। কী এই ‘সার্ফ’? কী এই ‘রিপ কারেন্ট’? কিন্তু এখন হারিকেন এরিন সম্বন্ধে আরও তথ্য আসছে, যাতে আতঙ্কিত হচ্ছে সংশ্লিষ্ট সকলে। কেন আতঙ্ক? কেননা, বলা হয়েছে, ভয়ংকর ‘সার্ফ’ আর ভয়াল ‘রিপ কারেন্ট’ নিয়ে নৃশংস দৈত্যের মতো ধেয়ে আসছে বিধ্বংসী এই হারিকেন। এটি এখন পূর্ব উপকূল থেকে সরছে। এটিকে আবহাওয়াবিদেরা ‘মনস্টার স্টর্ম’ বলে উল্লেখ করছেন। এর অর্থ, নৃশংস দৈত্যের মতো ধেয়ে আসছে বিধ্বংসী হারিকেন এরিন। এর ফলে প্লাবিত হবে উপকূল। ডুববে সৈকতভূমি ও সন্নিহিত অঞ্চল। ‘হাই টাইডে’র সতর্কতা জারি। ফলে, ফুলে উঠবে জল। এই বিপর্যয় ঘটবে উত্তর ক্যারোলিনা থেকে নিউ ইংল্যান্ড এলাকা জুড়ে। ভার্জিনিয়া বারমুডাতেও আশঙ্কা তৈরি হয়েছে। আসবে বিশাল উঁচু ঢেউও। প্রায় ১০ ফুটের (৩ মিটার) মতো। ঝড়ের টানে জলে তৈরি হওয়া শক্তিশালী কারেন্টের সঙ্গে যদি যোগ হয় বিগ ওয়েভ, তা হলে তো আর দেখতে হবে না! লার্জ হারিকেন বলা হচ্ছে এরিনকে। সাম্প্রতিকে এমন ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here